প্রকাশিত: Tue, Jun 20, 2023 8:10 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:34 PM

তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা সারাদেশে ভারী বর্ষণের পূর্বাভাস

মাজহারুল মিচেল: দফায় দফায় হওয়া বৃষ্টিতে রাজধানীবাসির মধ্যে স্বস্তি আসলেও মঙ্গলবার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে স্কুল ও অফিসগামী নগরবাসীকে।

পানি জমে থাকায় অনেক রাস্তায় যান চলাচল করছে ধীরগতিতে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি যাত্রীরা। জলাবদ্ধতার কারণে চলাচলের স্থান সংকুচিত হয়ে পড়ায় সড়কগুলোতে সৃষ্টি হয় যানজটের। দুপুরের অল্প সময়ের বৃষ্টিতেই রাজধানীর মালিবাগ, মগবাজার, ধানমন্ডি ও মিরপুর এলাকায় জলবদ্ধতা তৈরি হয়েছিল।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, দুপুর ১২টা-৩টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়। ফেনীতে ৩৪ মিলিমিটার, গোপালগঞ্জে ৩২ মিলিমিটার ও নারায়ণগঞ্জে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অফিস বলেছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও আজও ভারি বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।  

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব